বিশ্বকাপ শেষের ঠিক চারদিনের মধ্যেই আজ বিশাখাপত্তমে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ। নিয়মিত তারকাদের অনুপস্থিতিতে সিরিজটিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার
বিশকাপ জিতে নেওয়ার ঘোর যেন এখনও কাটিয়ে উঠতে পারছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।
বাংলাদেশ রিভিউয়ে ভালো, এমন কোনো ধারণা কারো মনেই বোধহয় না থাকবে। উল্টো খারাপ বলে উঠতে একটুও দ্বিধায় পড়বেন না কেউ কেউ। তবে ২০২৩ বিশ্বকাপের রিভিউয়ের হিসাব-নিকাশ দেখলে চমকেই উঠতে পারেন।
পুরো টুর্নামেন্ট জুড়ে আগ্রাসী ব্যাটিং, কিন্তু নকআউট রাউন্ডের মহা গুরুত্বপূর্ণ লড়াইতে এসে নিজেদের আমূল বদলে ফেলা, গুটিয়ে রেখে অতি সতর্ক হওয়া। আড়ষ্ট এই অ্যাপ্রোচ শেষ পর্যন্ত হয়েছে বুমেরাং।
অবশ্য বিশ্বকাপ দলেই থাকার কথা ছিল না লাবুশেনের
পুরো স্টেডিয়ামকে চুপ করিয়ে দিবেন তা অবশ্য আগের দিনই বলেছিলেন কামিন্স
গত সেপ্টেম্বর থেকে বিশ্বকাপের ফাইনালের দিন পর্যন্ত যাত্রায় কীভাবে লাবুশেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন, নিজেও জানেন না!
টানা দশ ম্যাচ জিতে দাপটের সঙ্গে ফাইনালে উঠে ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। আসল ম্যাচটা হারলেও গোটা টুর্নামেন্টে তাদের দারুণ খেলার প্রভাব পড়েছে বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচনে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শকের মহাসমুদ্র স্তব্ধ করে দিয়ে ৬ষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে ফাইনালে ৬ উইকেটে হারানোর পথে হেড ১২০ বলে করেন ১৩৭ রান।
আহমেদাবাদে রোববার ২০২৩ বিশ্বকাপের ফাইনালের প্রথম ভাগে হলো বেশ কয়েকটি কীর্তি।
শিরোপার লড়াইয়ে ভারতের দেওয়া ২৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া।
দুরন্ত ছন্দে থাকা ভারতের চলতি বিশ্বকাপ না জেতার কোন কারণ দেখছেন না ইংল্যান্ডের কিংবদন্তি পেস তারকা স্টুয়ার্ট ব্রড
অজিদের হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরবে ভারতীয়রা, এমন প্রত্যাশা করছেন শচিন।
রোববার আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে জাদেজা ভারতের একাদশে ভীষণ গুরুত্বপূর্ণ সদস্য।
বিশ্বকাপের ইতিহাসে প্রায় সব পরিসংখ্যানই অজিদের পক্ষে। আবার চলতি বিশ্বকাপে ভারত আছে অসাধারণ ছন্দে। ফাইনালের আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানের কিছু খতিয়ান।
ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল, মানে লড়াই চলব নীল-হলুদে। দলীয় লড়াইয়ের সমীকরণের মোড় ঘোরাবে ব্যক্তিগত আরও কিছু লড়াই