আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

‘মাত্র দুজন সাংবাদিক?’, সংবাদ সম্মেলনে অবাক সূর্যকুমারের প্রশ্ন

বুধবার বিশাখাপত্তমে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে আসেন এই সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমবার দায়িত্ব পেয়ে বড় বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। সংবাদ সম্মেলনে এসে দেখেন কক্ষে উপস্থিত স্রেফ দুজন মাত্র সাংবাদিক।

‘মাত্র দুজন সাংবাদিক?’, সংবাদ সম্মেলনে অবাক সূর্যকুমারের প্রশ্ন

Suryakumar Yadav

দীর্ঘ বিশ্বকাপের ক্লান্তিতে ক্রিকেটাররা তো বটেই কাবু সংশ্লিষ্ট বাকিরাও। এমনকি গণমাধ্যম কর্মীদের মধ্যেও পড়েছে ভাটার টান। বিশ্বকাপ শেষের চারদিনের মাথায় শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আগ্রহ তাই তলানিতে।

বুধবার বিশাখাপত্তমে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে আসেন এই সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমবার দায়িত্ব পেয়ে বড় বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। সংবাদ সম্মেলনে এসে দেখেন কক্ষে উপস্থিত স্রেফ দুজন মাত্র সাংবাদিক।

বিশ্বকাপে ভারতীয় দলকে নিয়েই ছিল সবচেয়ে বেশি আগ্রহ। তাদের সংবাদ সম্মেলনগুলোতে দেশ-বিদেশের সাংবাদিকদের ভিড় ছিল প্রবল। সেই দৃশ্যের একদম বিপরীত দেখা গেল এবার।

মাত্র দুজন সাংবাদিক দেখে অবাক হয়ে হাসিমুখে সূর্যকুমার জানতে চান, 'মাত্র দুজন সাংবাদিক?'

সংবাদ সংস্থা পিটিআই ও এএনআইর উপস্থিত দুই সাংবাদিক মিলে কয়েকটি ছোটখাটো প্রশ্নে চার মিনিটেই শেষ হয়ে যায় এই সংবাদ সম্মেলন।

চার মিনিটের বেশিরভাগ জুড়েই থাকে বিশ্বকাপের রেশ। অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারের ধাক্কা নিয়ে অনেকগুলো বাক্য খরচ করতে হয় সূর্যকুমারকে। তবে সব সামলে ঘুরে দাঁড়ানোর কথাই বলতে চাইলেন তিনি, 'মেনে নেওয়া কঠিন তবে সকালে উঠলে আরেকটা দিন শুরু হয়ে যায়। নতুন সূর্যের দেখা পাওয়া যায়। এখান থেকে আপনাকে এগিয়ে যেতে হবে। আমরা আগামীর চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছি।'

বিশ্বকাপের পর পরই হওয়ায় গণমাধ্যমের মতোন দর্শকদের আগ্রহ এই সিরিজে কম দেখা যেতে পারে। সম্প্রচারকারীদের চাপে এসব সিরিজ আয়োজন হলেও খেলার মাঠেও তীব্রতা থাকে সীমিত।

Comments

The Daily Star  | English

Constitution reform commission proposes new principles for Bangladesh

Equality, human dignity, social justice, pluralism will replace nationalism, socialism, secularism

24m ago