ওয়ানডের দ্বি-পাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত কামিন্স
ওয়ানডে সংস্করণের মধ্যে অনেক ক্রিকেটারই এখন আর চার্ম খুঁজে পাচ্ছেন না। এই সংস্করণ থেকে সরে দাঁড়ানোর হিড়িকও দেখা গেছে সাম্প্রতিক সময়ে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও নানান সময়ে ওয়ানডের আগামী নিয়ে শঙ্কার কথা বলতে দেখা গেছে। এবার বিশ্বকাপ জেতার পরও ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে সংশয়হীন হতে পারছেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপ টিকে থাকলেও দ্বি-পাক্ষিক সিরিজের আগামী নিয়ে ঘোর অনিশ্চিত তিনি।
এক সময় শুধু টেস্ট ক্রিকেটই চলত। সত্তর দশকে যাত্রা শুরু একদিনের ক্রিকেটের। নানান বিবর্তন পেরিয়ে রঙিন পোশাক আর সাদা বল নব্বুইর দশকে কেড়ে নেয় দর্শকদের মন। তবে ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি ধীরে ধীরে কেড়ে নিচ্ছে ওয়ানডের আবেদন।
টেস্ট ও টি-টোয়েন্টির বাইরে আর কোন সংস্করণ থাকা দরকার কিনা এই আলাপও তুলেন কেউ কেউ। রোববার আহমেদাবাদে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৬ষ্ঠ বিশ্বকাপ শিরোপা জেতার পর সংবাদ সম্মেলনে এসে কামিন্স বললেন- 'এটা ক্রিকেটের চূড়া জয়ের মতন। ওয়ানডের বিশ্বকাপ সেভাবেই দেখা হয়।'
তবে এরপরই ওয়ানডের আগামী নিয়ে করা প্রশ্নে কামিন্স রেখে দিলেন সংশয়। বিশ্বকাপ আসরের বাইরে দ্বি-পাক্ষিক সিরিজের আগামী নিয়ে তিনি একদম নিশ্চিত না, 'আমার মনে হয় বলা কঠিন (ওয়ানডের আগামী)। হয়ত আমরা জিতেছি বলে আমি আবার ওয়ানডের প্রেমে পড়ব। আমার মনে হয় প্রতিটা খেলার চিত্রটা ম্যাটার করে। দ্বি-পাক্ষিক সিরিজের বেলায় ভিন্ন, আমি জানি আসলে (দ্বি-পাক্ষিকের আগামী)। বিশ্বকাপের সমৃদ্ধ ইতিহাস আছে। আমার মনে হয় এটা লম্বা সময় থাকবে। এখানে অসাধারণ সব ম্যাচ, অসাধারণ সব গল্প আছে গত কয়েক মাসে। আমার মনে হয় এর একটা জায়গা থাকবে। (বিশ্বকাপের)'
কামিন্স বোঝাতে চাইছেন বিশ্বকাপের জায়গা ক্যালেন্ডারে থাকলেও হারিয়ে যেতে পারে দ্বি-পাক্ষিক সিরিজের ওয়ানডে। আগামী ১২ মাসে যেমন ভারত, অস্ট্রেলিয়ার মতন দলগুলো খেলবে হাতেগোনা কয়েকটি ওয়ানডে।
Comments