টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার প্রভাব পড়ছে পাকিস্তানের নির্বাচক কমিটিতে। ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে তাদের পদ থেকে বরখাস্ত করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
জাসপ্রিত বুমরাহর উপর যতটি বাউন্ডারির মার পড়েছে, তার থেকে বেশি উইকেট আদায় করে নিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় বিপুল অঙ্কের অর্থ পুরস্কারে ভরে উঠছে ভারতীয় ক্রিকেটারদের একাউন্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেই ফাইনালের পর পিচের মাটিই মুখে দিতে দেখা যায় রোহিতকে। এমনটা করার কারণ এবার জানালেন ভারতের অধিনায়ক।
জাসপ্রিত বুমরাহ গত কয়েক বছরে যেভাবে বোলিং করে যাচ্ছেন, তাকে বোলারদের মধ্যে আলাদা অবস্থানেই রাখা হয়।
তারা ভারতের মাটিতে পা রাখবে আগামীকাল ভোরে। এরপর ব্যস্ত একটি দিন পার করবে দলটি।
আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচে রান তাড়ার ধরন নিয়ে নাজমুল হোসেন শান্ত ওরকম কথা কেন বলেছিলেন, সেই ব্যাপারে তার সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি বিসিবি সভাপতির।
ওই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে অভিজ্ঞ এই ক্রিকেটার তুলে ধরেন সেদিনের প্রায় পুরো পরিস্থিতি। তাতে ইঙ্গিত মেলে, ভারতের বিপক্ষে পেসার তাসকিনকে একাদশ থেকে বাদ দিতে একরকম বাধ্য হয়েছিল টিম ম্যানেজমেন্ট।
আসলে আম্পায়ারের সিদ্ধান্ত দেওয়ার সময়েই বল ডেড হয়ে যায় না। এর আগেই হয়, সেটা কখন? এমসিসির আইনের ২০.১.১.৩ ধারায় লেখা আছে- আউটের সিদ্ধান্ত যে ঘটনার কারণে হয়, ওই ঘটনার তাৎক্ষণিক মুহূর্তেই বল ডেড হয়ে যায়...
২ বলে ৬ রানের চাহিদা থাকা অবস্থায় লো ফুল টসে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার ঠিক ভেতরে মার্করামের তালুবন্দি হয়ে আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। বাকি দুটি ফুল টসের সদ্ব্যবহার করতে ব্যর্থ হন জাকের আলি...
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল সুপার এইট নয়, বাংলাদেশ সেমিফাইনাল এমনকি ফাইনাল খেলার মতন দল বলে মনে হয় হৃদয়।
গ্রুপ পর্বের অবস্থানের ভিত্তিতে নয়, গত দুই আসরের মতন পূর্ব নির্ধারিত সিডিং অনুযায়ী ঠিক হবে সুপার এইটের গ্রুপ।
নিউইয়র্কে সোমবার দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে থামিয়ে রেখেছিল বাংলাদেশ। রান তাড়ায় একটা পর্যায়ে জেতার অবস্থা থেকে পা হড়কে ম্যাচ হেরে যায় ৪ রানে।
শেষ ওভারে ৬ বলে ১১ রানের সমীকরণ মেলাতে পারেনি টাইগাররা।
রবিবার চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেটের স্পেলে ম্যাচ ঘুরিয়ে দেন বুমরাহ। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও ৩ ওভারে ৬ রানে ২ উইকেট পেয়ে হয়েছিলন ম্যাচসেরা।
প্রতিক্রিয়া জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না ওয়াকার ইউনুস, ‘পাকিস্তান— যদি তোমরা এই ম্যাচ জিততে না পারো, তাহলে কী আর বলব?’
কয়েকজন ক্রিকেটারের নাম ধরে কড়া মন্তব্য করেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম।
নেপালের ক্রিকেট বোর্ডের সভাপতি সোমবার ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, লামিচানেকে যাতে শেষে যুক্ত করা যায়, সেই সুযোগ রাখতে চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময় তারা ১৪ জনের নাম দিয়েছিলেন