দেরিতে মাঠে আসায় দলের কাছে ক্ষমা চেয়েছিলেন তাসকিন, জানালেন সাকিব

ছবি: এএফপি

ঘুম থেকে উঠতে না পারায় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে খেলতে পারেননি তাসকিন আহমেদ— বেশ কয়েকটি দেশি-বিদেশি গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত হয়েছে এমন বিস্ফোরক খবর। এই ব্যাপারে এবার মুখ খুললেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ঘুমের প্রসঙ্গ না তুললেও জানালেন, সেদিন টসের মাত্র ৫-১০ মিনিট আগে মাঠে পৌঁছেছিলেন তাসকিন। এমন অভাবনীয় কাণ্ডের পর গোটা দলের কাছে ক্ষমাও চেয়েছিলেন টাইগার সহ-অধিনায়ক।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানে কয়েকটি প্রশ্নের জবাবে তাসকিনের ঘুম-কাণ্ড নিয়ে অনেক কথা বলেন তাকে। দলের ভেতরের স্পর্শকাতর খবর বাইরে আসার বিষয়ে তার মন্তব্য, 'আমি জানি না এটা কী জন্যে হয়েছে। হয়তো (তাসকিনের না খেলার) কোনো ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে। জানি না যে কী কারণে তাসকিন খেলেনি। কারণ, সে তো দলের সহ-অধিনায়ক। বলতে গেলে, অটোম্যাটিক চয়েজ। যখন সে না খেলবে, স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে। সেটার ব্যাখ্যা তো দিতে হবে। এখন সেকারণে কেউ বলেছে কিনা, যে-ই বলেছে, আমি সেটা তো বলতে পারব না।'

ওই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে অভিজ্ঞ এই ক্রিকেটার তুলে ধরেন সেদিনের প্রায় পুরো পরিস্থিতি। তাতে ইঙ্গিত মেলে, ভারতের বিপক্ষে পেসার তাসকিনকে একাদশ থেকে বাদ দিতে একরকম বাধ্য হয়েছিল টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে খেলেছিলেন ব্যাটার জাকের আলি অনিক। সাকিব বলেন, 'আসলে যেটা হয়েছিল, দলের বাস তো একটা নির্দিষ্ট সময়ে ছাড়ে। আর এটা আসলে আমরা যারা ক্রিকেটার আছি, তাদের জন্য একটা নিয়মই। সাধারণত বাস কখনও অপেক্ষা করে না। যদি কেউ কখনও মিস করে, তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি থাকে কিংবা ট্যাক্সি থাকে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা কঠিন জায়গা, ওখানে আসলে যাতায়াতের সুবিধাদি একটু কঠিন ছিল। তো যখন তাসকিন মাঠে পৌঁছেছিল... টস হওয়ার ৫-১০ মিনিট আগে সম্ভবত। (ম্যাচ শুরুর) খুবই কাছাকাছি সময়ে আসলে। স্বাভাবিকভাবে ওই সময়ে ওকে দলে নেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন ছিল। এরকম পরিস্থিতিতে একজন ক্রিকেটার কোন অবস্থায় থাকে... তার জন্যও একটু কঠিন।'

সাকিব অবশ্য মনে করেন, তাসকিনের তরফ থেকে এটা অনিচ্ছাকৃত ভুল ছিল, 'স্বাভাবিকভাবেই তাসকিন পুরো দলের কাছে ক্ষমা চেয়েছে এটা নিয়ে। দলের সবাই এটা খুব স্বাভাবিকভাবে নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে। অনিচ্ছাকৃত ভুল সবারই হয়ে থাকে। ও সেটা স্বীকার করেছে। তারপর ওখানে ওটা শেষ হয়ে গেছে।'

কেন তাসকিনকে ছাড়া টিম বাস মাঠে চলে গিয়েছিল সেটারও ব্যাখ্যা দেন তিনি, 'দেখুন, এই জিনিসগুলো এরকম হয় না। ক্রিকেটের নিয়মে এগুলো নেই। এরকম না যে ঘর থেকে ডেকে (আনা হয়), পুরো দল অপেক্ষা করে। দল কখনও অপেক্ষা করে না। এটা কোথাও হয় না। আমরা যখন বয়সভিত্তিক পর্যায় থেকে খেলে এসেছি, এখনও মনে আছে, আমাদের এমনও হয়েছে যে, খেলোয়াড় পেছনে দৌড়াচ্ছে। কিন্তু বাসের দরজা লেগে গেছে, তাই বাস চলে গেছে। বাস কখনও থামে না। একজনের জন্য পুরো দল থেমে থাকে না আসলে।'

অ্যান্টিগায় ভারতের কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেদিন টাইগাররা মাত্র দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল। তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে ছিলেন তিন স্পিনার সাকিব, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।

Comments

The Daily Star  | English

World leaders split as ICC issues arrest warrant for Netanyahu

The court also issued warrants for Israel's former defence minister as well as Hamas's military chief Mohammed Deif

27m ago