‘রিজওয়ানের গেম অ্যাওয়ারনেস নেই, ইফতেখার ব্যাট করতে জানে না’

ছবি: এএফপি

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানের আরও এক হার কোনোভাবেই মানতে পারছেন না ওয়াসিম আকরাম। বিশেষ করে যে অবস্থা থেকে পাকিস্তান ম্যাচ হেরেছে তা হজম হচ্ছে না এই কিংবদন্তি পেসারের। কয়েকজন ক্রিকেটারের নাম ধরে কড়া মন্তব্য করেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক। এমনকি পুরো দল বদলে ফেলারও মতামত দিয়েছেন তিনি।

নিউইয়র্কে গতকাল রোববার ভারতের বিপক্ষে ১২০ রান তাড়ায় ১ উইকেটে ৫৭ রান থেকে শেষমেশ ৬ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান। এর আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের সুপার এইটে যাওয়া এখন সংশয়ে। 

দলের এমন হারে ভীষণ হতাশ, ক্ষুব্ধ ওয়াসিম স্টার স্পোর্টসের আলোচনায় প্রথমেই কাঠগড়ায় আনেন মোহাম্মদ রিজওয়ানকে। ৩৬ বলে যখন দরকার ৪০ রান, তখন জাসপ্রিত বুমরাহকে ঘুরিয়ে মারতে গিয়ে বোল্ড হন রিজওয়ান। ৪৪ বলে ৩১ করে তিনি আউট হওয়ার পর বদলে যায় ম্যাচের ছবি। 

ওয়াসিমের মতে ম্যাচের পরিস্থিতি বোঝার কোনো ক্ষমতা নেই রিজওয়ানের, 'দশ বছর ধরে তারা ক্রিকেট খেলছে, আমি তো তাদের শেখাতে পারি না। রিজওয়ানের গেইম অ্যাওয়ারনেসই নাই।'

'তার জানা উচিত ছিলো বুমরাহকে আনাই হয়েছে উইকেট ফেলার জন্য। উচিত হতো তার ওভার দেখে খেলা। কিন্তু রিজওয়ান তাকেই বড় শট খেলে উইকেট দিয়ে দিল।'

রিজওয়ান আউটের পর বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে বাকি ছিলেন ইফতেখার আহমেদ। কিন্তু হাঁসফাঁস করে তিনিও থামেন বুমরাহর বলে। করেন ৯ বলে ৫ রান। ইফতেখারের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন ওয়াসিম, 'ইফতেখার আহমেদ একটাই শট জানে, লেগ সাইডে। সে অনেক বছর দলের সঙ্গে, জানেই না ব্যাট করতে হয় কীভাবে।'

চারে নেমে এদিন ব্যর্থ হন ফখর জামানও। ৮ বলে ১৩ করে হার্দিক পান্ডিয়াকে মারতে গিয়ে নেন বিদায়। ওয়াসিমের মতে, খেলোয়াড়দের বাদ পড়ার চিন্তা না থাকায় তারা এমন খেলছেন, 'আমি ফখর জামানের গেইম অ্যাওয়ারনেস নিয়ে কিছু বলব না। পাকিস্তানি খেলোয়াড়রা জানে, যদি তারা পারফর্ম না করে, তাহলে কোচ বরখাস্ত হবে, তাদের কিছুই হবে না। এখন কোচ রেখে পুরো দল বদলে ফেলার সময় এসেছে।'

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

3h ago