কোটা নিয়ে ছাত্রলীগের ক্যাম্পেইন, যা বলছেন সভাপতি সাদ্দাম

ঢাবির হলে লিফলেট বিতরণ করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান। ছবি: ভিডিও থেকে নেওয়া

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলোতে এ নিয়ে একটি ক্যাম্পেইন চালাচ্ছে ছাত্রলীগ। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সেইসঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতও রাতে হলে হলে গিয়ে লিফলেট বিতরণ করেছেন।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

জানতে চাইলে আজ রোববার তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা মনে করি, গঠনমূলকভাবে বিষয়টির সমাধান হওয়া প্রয়োজন। এটি একটি পলিসি ডিসকাশনের বিষয়। অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সেটি পূরণ করার জন্য বিশেষজ্ঞদের মতামত, শুনানি, বিচার বিভাগের পর্যবেক্ষণ সবকিছুর আলোকে এটির সমাধান হওয়া উচিত।' 

গতকাল বিকেলে কোটা বিষয়ে 'পলিসি অ্যাডভোকেসি' ও 'ডোর টু ডোর ক্যাম্পেইন' কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রলীগ। 

সাদ্দাম বলেন, 'মেধাভিত্তিক কর্মসংস্থান, সমতাধর্মী সমাজ, বৈষম্য নিরসন এবং অনগ্রসর জনগোষ্ঠীকে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা আমাদের মূল লক্ষ্য এবং যৌক্তিক সংস্কারের লক্ষ্যেই বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছে।'

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'কোটা সংস্কারে শিক্ষার্থীদের মতামত জানতে চেষ্টা করছি। জনদুর্ভোগ এড়িয়ে কর্মসূচির বিকল্প উপায় কী, আইনগতভাবে বিষয়টির সমাধান কীভাবে হতে পারে সে বিষয়ে কাজ করছি।'

বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেই ক্যাম্পেইন চলমান জানিয়ে তিনি বলেন, 'লিফলেট নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা একটি ফরম নিয়ে যাচ্ছি। সেখানে সাধারণ শিক্ষার্থীরা মতামত দেবে। এর বাইরে আমাদের অফিসিয়াল ইমেইল, পার্টি অফিসে এসেও শিক্ষার্থীরা মতামত দিতে পারবে।'

এদিকে সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
 
বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের স্মারকলিপি প্রদান ও ২৪ ঘণ্টার আল্টিমেটামের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি বলেন, 'আমি আহ্বান জানাব এই আন্দোলনকে যারা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে তারা যেন সরে আসে।'


 

Comments