সিলেটে ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে কুপিয়ে জখম, আরেক যুবক নিহত

সিলেট নগরীর মণিপুরীপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবক শাওন মিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। সন্ধ্যা ৭টার দিকে আহত হলে শাওনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া, মেন্দিবাগ এলাকায় এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে কুপিয়ে হা ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত হাছান মাহমুদ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি নগরীর কদমতলী এলাকায়। আরেক আহত যুবক হলেন মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, 'শাওনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। ধারালো অস্ত্রে আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।'

তিনি আরও বলেন, 'হাছান ও মাজহারের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে রগ কেটে যাওয়ায় অবিলম্বে ভাস্কুলার সার্জারির প্রয়োজন ছিল। হাসপাতালে ভাস্কুলার সার্জন না থাকায় তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago