ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো দীপু মনি, পলক, ইনুসহ ৭ জনকে

দীপু মনি, জুনাইদ আহ্‌মেদ পলক ও হাসানুল হক ইনু

কোটা সংস্কার আন্দোলনে গত ৪ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ হত্যার ঘটনায় হওয়া মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি, জুনাইদ আহমেদ পলকসহ সাত জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা রাশেদ খান মেনন, একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও একাত্তর টেলিভিশনের প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও থানার পরিদর্শক সোহেল রানা আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন।

তারা সবাই মামলার এজাহারভুক্ত আসামি বলে ফরোয়ার্ডিং রিপোর্টে বলেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে তাদের সবাইকে বিভিন্ন থানায় একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়। এসব মামলায় জিজ্ঞাসাবাদে তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে।

গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন রমিজ (২৪)। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দীপু মনি, পলক, ইনু, মেনন, শাকিল, রুপা ও মামুনসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

Comments

The Daily Star  | English

4 killed in clash over control of Ijtema ground

The clash erupted between the followers of Zobayer and Saad around 3:00am, the Tongi West Police Station's OC said

7h ago