বেরোবিতে পরীক্ষা না দিয়েও পাস ছাত্রলীগ নেত্রী, তদন্ত কমিটি গঠন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এক ছাত্রীর পরীক্ষা না দিয়েও পাস করার অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
অভিযুক্ত সুরাইয়া ইয়াসমিন ঐশী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেত্রী। গত সোমবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে আলোচনায় আসেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বুধবার সন্ধ্যায় এই কমিটি গঠন করেন।
কমিটির আহ্বায়ক করা হয়েছে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. তানজিউল ইসলামকে। সদস্য হিসেবে আছেন ছাত্র বিষয়ক কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া।
কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ না করেই পাস করেছেন। গত ডিসেম্বরে এই পরীক্ষা হয়। ঐশী বেরোবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তবে, গত ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।
তার সহপাঠীরা দাবি করেছেন, তারা ঐশীকে তাদের সঙ্গে মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখেননি। সাংবাদিকরা যোগাযোগ করলে ঐশী প্রথমে ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে দাবি করেন যে তিনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া বলেন, এর জন্য কোর্স শিক্ষকরা দায়ী। তিনি বলেন, 'আমরা তাদের কাছ থেকে ফলাফল পাই এবং পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাই।'
কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
Comments