চট্টগ্রামে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মিছিল থেকে তিন জনকে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার জুলধা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত ২টার দিকে উপজেলার জুলধা এলাকায় কয়েকজন হঠাৎ একটি মিছিল বের করে। তারা 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' এবং 'শেখ হাসিনা আসবে' বলে স্লোগান দিচ্ছিল।
তারা আরও জানায়, মিছিলে ১৫ থেকে ২০ জন ছিল। আট-দশ মিনিটের মধ্যেই তারা মিছিল শেষ করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, অভিযানে তিন জন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Comments