ইসরায়েলি সেনাদের বিনামূল্যে খাবার দিয়ে সমালোচনায় ম্যাকডোনাল্ডস
ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাদের বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণায় মার্কিন ফাস্টফুড কোম্পানি ম্যাকডোনাল্ডস সমালোচনার মুখে পড়েছে।
আজ রোববার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়।
ম্যাকডোনাল্ডসের ইসরায়েল শাখা সামাজিকযোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানায়, তারা প্রতিদিন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কয়েক হাজার সদস্যকে বিনামূল্যে খাবার দেবে। কিছু হাসপাতালেও বিনামূল্যে খাবার দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি পোস্টে উল্লেখ করে, 'গতকাল হাসপাতালে ও সৈনিক মিলিয়ে চার হাজার মানুষকে বিনামূল্যে খাবার দেওয়া হয়েছে। যুদ্ধক্ষেত্রে আছেন এবং নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে, এমন হাজারো সেনাকে আমরা প্রতিদিন বিনামূল্যে খাবার দিতে আগ্রহী। এছাড়াও, রেস্টুরেন্টে খেতে এলে ইসরায়েলি সেনারা বিশেষ মূল্যছাড় পাবেন। আমরা শুধু এই উদ্যোগকে সফল করতে পাঁচটি নতুন রেস্টুরেন্ট চালু করেছি।'
নিউজউইকের এক প্রতিবেদনে এসব বিস্তারিত তথ্য জানা গেছে।
ইনস্টাগ্রাম পোস্টে এক জন মন্তব্য করেন, 'আইডিএফকে বিনামূল্যে খাবার দিয়ে ম্যাকডোনাল্ডস আমাদের মূল্যবোধে আঘাত করেছে। ম্যাকডোনাল্ডস ও এর মতো অন্য যেসব প্রতিষ্ঠান সরাসরি সংঘাতকে সমর্থন দেয়, তাদের বর্জন করুন, কারণ এসব সংঘাতে অনেক নিরীহ মানুষের প্রাণহানি হয়।'
অপর এক ব্যক্তি বলেন, 'যদি ম্যাকডোনাল্ডস আইডিএফকে ফ্রি খাবার দেয় আর যারা গাজায় আক্রান্ত হচ্ছে, তাদেরকে না দেয়, তাহলে আমার মতে সারা বিশ্বের সব মুসলিমের উচিত এই প্রতিষ্ঠানকে বর্জন করা।'
তবে কোনো কোনো ব্যবহারকারী ম্যাকডোনাল্ডসের প্রশংসাও করেন।
সমালোচনার ঝড় ওঠার পর থেকে ম্যাকডোনাল্ডস ইসরায়েলের ইনস্টাগ্রাম পেজ প্রাইভেট করে দেওয়া হয়েছে। আপাতত নতুন কোনো ফলোয়ার গ্রহণ করছে না পেজটি।
শুক্রবার ম্যাকডোনাল্ডসের এই সিদ্ধান্তকে ঘিরে লেবাননের নাগরিকরা বিক্ষোভে অংশ নেয়।
তবে ইসরায়েলের ম্যাকডোনাল্ডস ইসরায়েলকে সমর্থন জানালেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পরিস্থিতি ভিন্ন।
শনিবার ওমানের ম্যাকডোনাল্ডস সামাজিকযোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে গাজার প্রতি সমর্থন জানিয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা গাজার বাসিন্দাদের ত্রাণসামগ্রী কেনার জন্য এক লাখ ডলার দান করবে।
আরব আমিরাতের ম্যাকডোনাল্ডস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানায়, 'আমরা এ অঞ্চলের ঘটনাগুলোতে শোকাহত।' তারা গাজার বাসিন্দাদের জন্য ১০ লাখ দিরহাম দেওয়ার ঘোষণা দেয়।
ম্যাকডোনাল্ডস এর তুরস্ক শাখাও ১০ লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
ম্যাকডোনাল্ডস কুয়েতের ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান মাওউশেরজি কেটারিং কোম্পানি 'ফিলিস্তিনি ভাই ও বোন ও গাজাবাসীর' প্রতি তাদের সমর্থন জানায়। এই প্রতিষ্ঠানটি জানায়, 'ইসরায়েলে ম্যাকডোনাল্ডস যে উদ্যোগ নিয়েছে তা ওই অঞ্চলের দোকানগুলো পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নিজস্ব সিদ্ধান্ত ও উদ্যোগ। এটা কোনো বৈশ্বিক সিদ্ধান্ত নয় এবং এটা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে নেওয়া হয়নি। বিশেষত এ অঞ্চলের (মধ্যপ্রাচ্যের) অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা এ বিষয়ে কিছুই জানতেন না।'
ম্যাকডোনাল্ডস কুয়েত জানিয়েছে তারা গাজার ত্রাণ উদ্যোগে সহায়তা করতে কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটিকে আড়াই লাখ ডলার অনুদান দিচ্ছে।
এএফপি জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩২৯ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার।
আল জাজিরা জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে।
Comments