ইসরায়েল-হামাস যুদ্ধ: গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৩২৯

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় নিহত আত্মীয়দের জন্য শোক প্রকাশ করছেন ফিলিস্তিনি নারীরা। ছবি: এএফপি
গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় নিহত আত্মীয়দের জন্য শোক প্রকাশ করছেন ফিলিস্তিনি নারীরা। ছবি: এএফপি

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৩২৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতের সংখ্যা ছাড়িয়েছে নয় হাজার।

আজ রোববার হামাসের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

গত ৯ দিন ধরে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

মন্ত্রণালয় আরও জানায়, এসব হামলায় ৯ হাজার ৪২ জন আহত হয়েছেন। আজ স্থানীয় সময় সকাল ৭টা ৪৭ মিনিটে এই তথ্য প্রকাশ করে মন্ত্রণালয়।

আল জাজিরা জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে।

গত শনিবার হামাসের হামলার পর ক্ষেপণাস্ত্র হামলা ও বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

 

Comments

The Daily Star  | English

How is the economy doing?

The silver lining is that the economy isn’t falling apart

1h ago