গাজার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ২৫

সূর্যোদয়ের সময় ইসরায়েলি হামলায় গাজার আল-দারাজ মহল্লার ফাহমি আল-জারজাওয়ি স্কুলে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স
সূর্যোদয়ের সময় ইসরায়েলি হামলায় গাজার আল-দারাজ মহল্লার ফাহমি আল-জারজাওয়ি স্কুলে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 'হামাসকে পরাজিত করে' গাজার 'পূর্ণ নিয়ন্ত্রণ' নেওয়ার লক্ষ্যে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছেন। সম্প্রসারিত অভিযানের অংশ হিসেবে আক্রান্ত হয়েছে একটি ফিলিস্তিনি স্কুলে। ওই হামলায় নিহতের সংখ্যা অন্তত ২৫ বলে জানা গেছে।

আজ সোমবার বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আজ সোমবার সূর্যোদয়ের সময় ইসরায়েলি হামলায় গাজার আল-দারাজ মহল্লার ফাহমি আল-জারজাওয়ি স্কুলে আগুন ধরে যায়। পরে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর স্কুলটিকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল। গাজার অনেক বাস্তুচ্যুত মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন।

টেলিগ্রামে হালনাগাদ পোস্টে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, হামলার পর তাদের উদ্ধারকর্মীরা স্কুলটি থেকে অন্তত ১৩ জনের মরদেহ উদ্ধার করেছেন। হামলায় এখন পর্যন্ত ২১ জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

গাজার ফাহমি আল-জারজাওয়ি স্কুলে ইসরায়েলি হামলায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: এএফপি
গাজার ফাহমি আল-জারজাওয়ি স্কুলে ইসরায়েলি হামলায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: এএফপি

তবে আল জাজিরার লাইভ আপডেটে নিহতের সংখ্যা বেড়ে ২৫ হয়েছে বলে উল্লেখ করা হয়।

ইসরায়েলের নির্বিচার হামলায় স্কুল ভবনের প্রায় অর্ধেকই ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে।

যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

এ মাসে গাজায় সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল।

গতকাল রোববার গাজাজুড়ে হামলায় অন্তত ৫৭ জনের নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্রগুলো। 

নতুন করে হামলার তীব্রতা বাড়িয়ে সমালোচনা ও নিন্দার মুখে পড়েছেন নেতানিয়াহু।

পাশাপাশি, প্রায় তিন মাস ধরে গাজায় কোন ত্রাণ প্রবেশ করতে না দেওয়ায় সেখানে খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসা উপকরণের তীব্র সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে, গাজার ফিলিস্তিনিরা চরম মাত্রার মানবিক সংকটে ভুগছেন।

গতকাল রোববার মাদ্রিদে ইউরোপ ও আরব দেশগুলোর এক সম্মেলনে ইসরায়েলের ওপর নতুন করে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের দাবি জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শুরুর আগে পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস সাংবাদিকদের বলেন, এই আলোচনার উদ্দেশ্য গাজায় ইসরায়েলের 'অমানবিক' ও 'অর্থহীন' যুদ্ধ বন্ধ করা।

মাদ্রিদে ইউরোপ ও আরব দেশের নেতাদের সম্মেলন। ছবি: এএফপি
মাদ্রিদে ইউরোপ ও আরব দেশের নেতাদের সম্মেলন। ছবি: এএফপি

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় গাজায় প্রায় ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু বেশি। এই সময়ে আহত হয়েছেন প্রায় ১ লাখ ২৩ হাজার মানুষ।

গতকাল গাজার জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, উপত্যকার ৭৭ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল

Comments