লেবানন সীমান্ত বন্ধের ঘোষণা ইসরায়েলের

এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের উত্তরে লেবাননের সঙ্গে সীমান্তে প্রায় চার কিলোমিটার দীর্ঘ জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরায়েল হামলা চালানোর পর লেবাননের অংশ থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরায়েল হামলা চালানোর পর লেবাননের অংশ থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দেশটির সঙ্গে লেবাননের সীমান্ত বন্ধ করে দিচ্ছে।

আজ রোববার আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের উত্তরে লেবাননের সঙ্গে সীমান্তে প্রায় চার কিলোমিটার দীর্ঘ জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

সেনাবাহিনী জানায়, 'এই এলাকায় প্রবেশ নিষেধ।'

সম্প্রতি ইসরায়েলের একটি নিরাপত্তা চৌকিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় নেয় লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ।

অপরদিকে, হামাস ও ইসরায়েলের যুদ্ধে 'সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায়' জার্মান সরকার দেশটির নাগরিকদের ইসরায়েল, ফিলিস্তিনি অঞ্চল ও লেবাননে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে।

এএফপি এই তথ্য জানিয়েছে।

এ ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি করেছে জার্মান সরকার। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, তারা ইসরায়েল বা ফিলিস্তিনি অঞ্চল থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক জার্মানদের নিরাপদে নিয়ে আসার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

 

Comments