বড় সামরিক অভিযানের হুমকি, আবারো গাজার উত্তরাঞ্চল ছাড়তে বলল ইসরায়েল
ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চল ছেড়ে যেতে আবারো নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার ওই অঞ্চলে প্রায় ১১ লাখ ফিলিস্তিনি বসবাস করেন।
আজ রোববার আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জনাথন কনরিকাস আজ স্থানীয় সময় সকাল ৭টায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় বলেন, 'দক্ষিণে চলে যান। আমাদের ওয়ার্নিং শুনুন।'
তিনি বলেন, সেখানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হবে এবং সেখানকার বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার জন্য ওই অঞ্চল ছেড়ে যেতে বলা হয়েছে।
এসময় শনিবার গাজা শহর ছেড়ে দক্ষিণে যাওয়ার সময় বেসামরিক ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেন কনরিকাস। ওই হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এর আগে শুক্রবার সকালে গাজা শহর থেকে সব বেসামরিক নাগরিককে দক্ষিণে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল ইসরায়েল। সে সময় তাদের সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল।
Comments