ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি বলেন, 'যারা ব্যাংকটির অর্থ আত্মসাৎ করে চলে গেছেন, তাদের যদি নামে বা বেনামে কোনো শেয়ারহোল্ডিং থাকে তা আমরা টেকওভার করছি।
এস আলম গ্রুপের সব শেয়ার আমরা আইনগতভাবে টেকওভার করবো দায়ের বিপরীতে।
'তবে তারা যদি টাকা ফেরত দিতে পারে তাহলে শেয়ার ফেরত পেতেও পারে। তবে আমরা মনে হয় না তাদের সেই উদ্দেশ্য আছে। যা লুট করার তা লুট করে ফেলেছে তারা,' বলেন তিনি।
গভর্নর আরও বলেন, এখন যে ভগ্নদশা আছে সেখান থেকে উদ্ধার করতে হবে। হয় তো ১০০ টাকা পাবো না তবে যেটুকু পাওয়া যায় তাই উদ্ধার করতে হবে। যদি কেউ প্রপার ফিট থাকে এবং দুই শতাংশ শেয়ার থাকে তখন তারা শেয়ারহোল্ডার ডাইরেক্টর হতে পারবেন।
Comments