বিদেশে চিকিৎসা বাবদ বছরে ৫ বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশিরা: গভর্নর

আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংক, বিদেশে চিকিৎসা, পলিসি রিসার্চ ইনস্টিটিউট,
‘ক্রস বর্ডার ডাটা ফ্লো: এ বাংলাদেশ পারসপেক্টিভ’ শীর্ষক কর্মশালায় কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: রেফায়েতউল্লাহ মীরধা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য বছরে পাঁচ বিলিয়ন ডলারের বেশি খরচ করেন। উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে বাংলাদেশিদের প্রাথমিক গন্তব্য ভারত ও থাইল্যান্ড।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত 'ক্রস বর্ডার ডাটা ফ্লো: এ বাংলাদেশ পারসপেক্টিভ' শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

আজ রোববার রাজধানীর আমারি ঢাকায় এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এই খরচের একটি বড় অংশ অনানুষ্ঠানিকভাবে হয়। এতে দেশের ব্যালেন্স অব পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের ওপর উপর যথেষ্ট চাপ তৈরি হয়।

এ সমস্যা সমাধানের জন্য, তিনি ডেটা প্রক্রিয়াকরণের জন্য একটি আইনি কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

Babar, 5 others acquitted in 10-truck arms haul case

On January 30, 2014, a Chattogram court handed down death penalty to 14 people in the 10 truckloads of firearms case

1h ago