বিদেশে চিকিৎসা বাবদ বছরে ৫ বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশিরা: গভর্নর

আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংক, বিদেশে চিকিৎসা, পলিসি রিসার্চ ইনস্টিটিউট,
‘ক্রস বর্ডার ডাটা ফ্লো: এ বাংলাদেশ পারসপেক্টিভ’ শীর্ষক কর্মশালায় কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: রেফায়েতউল্লাহ মীরধা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য বছরে পাঁচ বিলিয়ন ডলারের বেশি খরচ করেন। উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে বাংলাদেশিদের প্রাথমিক গন্তব্য ভারত ও থাইল্যান্ড।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত 'ক্রস বর্ডার ডাটা ফ্লো: এ বাংলাদেশ পারসপেক্টিভ' শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

আজ রোববার রাজধানীর আমারি ঢাকায় এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এই খরচের একটি বড় অংশ অনানুষ্ঠানিকভাবে হয়। এতে দেশের ব্যালেন্স অব পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের ওপর উপর যথেষ্ট চাপ তৈরি হয়।

এ সমস্যা সমাধানের জন্য, তিনি ডেটা প্রক্রিয়াকরণের জন্য একটি আইনি কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

Musk keen on launching Starlink in Bangladesh

Elon Musk, head of the US Department of Government Efficiency, yesterday said he is looking forward to launching Starlink in Bangladesh

1h ago