৯১৮ কোটি টাকা আত্মসাৎ: এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা

ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ৯১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের (এস আলম) ছেলে আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

মামলায় আসামিদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার ৮২৭ কোটি ৪২ লাখ টাকা, মুনাফাসহ যার মোট ৯১৮ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে তহবিলের আসল উৎস গোপন করা এবং তা স্থানান্তর ও রূপান্তর করে অর্থপাচারের অভিযোগও আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসভঙ্গ, অসদাচরণ ও জালিয়াতির মাধ্যমে তারা ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে অর্থ আত্মসাৎ করে বিনিয়োগের উৎস ও প্রকৃতি গোপন করে অর্থপাচার করেছে।

মামলার আসামিরা মধ্যে আরও আছেন—সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুহাম্মদ হাসানুজ্জামান, কোম্পানিটির সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান, ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান ও সাবেক পরিচালক ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক পরিচালক সৈয়দ আবু আসাদ, নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভাইস চেয়ারম্যান তানভীর আহমদ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. মঞ্জুর হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখা ব্যবস্থাপক মো. মুহাম্মদ সিরাজুল কবির।

এর আগে একই ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে আহসানুল আলমের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংকের হাজারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে আহসানুল আলমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মামলা করে দুদক।

গত ৯ জানুয়ারি ইসলামী ব্যাংকের ৯৯৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করে দুদক। এ মামলায় আহসানুল আলমসহ ৫৪ জনকে আসামি করা হয়।


 

Comments

The Daily Star  | English

Iran Guards say hit Israel's spy agency in Tel Aviv

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

6h ago