আগামী অর্থবছরে মিষ্টির ওপর ভ্যাট অর্ধেকে নামতে পারে

ফেনীর পরশুরাম উপজেলার ছোট্ট বাজার খন্ডল হাইয়ের ‘রসগোল্লা’। ছবি: স্টার ফাইল ফটো

মিষ্টির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অর্ধেক হয়ে যেতে পারে আগামী অর্থবছরে, অর্থাৎ কমতে পারে মিষ্টির দাম।

আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে মিষ্টির ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট নেওয়া হয়।

ভ্যাট কমানোর পর রেস্তোরাঁ থেকে রাজস্ব সংগ্রহ বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মিষ্টির ওপর বিদ্যমান পরোক্ষ কর কমানোর কথা বিবেচনা করছে বলে কর্মকর্তারা জানান।

এনবিআর ২০২২-২৩ অর্থবছরে প্রায় সব ধরনের রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করে।

আগে এসিসহ রেস্তোরাঁর জন্য এই ভ্যাটের পরিমাণ ছিল ১০ শতাংশ এবং নন-এসির জন্য ৫ শতাংশ।

অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, 'ভ্যাট কমানোর পর রেস্তোরাঁ থেকে বেশি রাজস্ব সংগ্রহ হচ্ছে। তাই, আমরা মিষ্টির ওপর ভ্যাট কমানোর কথা ভাবছি।'

এনবিআরের ২০১৯-২০ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ওই বছর মিষ্টির দোকান থেকে ৪০ কোটি টাকা ভ্যাট সংগ্রহ হয়, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কম।

Comments

The Daily Star  | English

Students suffer as NCTB fails to deliver books

Only 37% of 40.15cr textbooks distributed till first half of Jan

11h ago