আরও এক চীনা ‘গুপ্তচর বেলুন’ শনাক্তের দাবি পেন্টাগনের

মার্কিন আকাশে চীনের 'গুপ্তচর বেলুন'। ছবি: রয়টার্স
মার্কিন আকাশে চীনের 'গুপ্তচর বেলুন'। ছবি: রয়টার্স

আরও একটি চীনা 'গুপ্তচর বেলুন' শনাক্তের দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন।

সিএনএন জানায়, বেলুনটি বর্তমানে লাতিন আমেরিকা অতিক্রম করছে বলে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জানায় পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, 'আমরা একটি বেলুনকে লাতিন আমেরিকা অতিক্রম করতে দেখেছি। আমাদের ধারণা এটিও একটি চীনা নজরদারি বেলুন।'

বেলুনটি লাতিন আমেরিকার কোথায় আছে তা স্পষ্ট নয়। তবে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, 'এটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না।'

গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কম জনবহুল রাজ্য মন্টানার আকাশের অনেক ওপর দিয়ে একটি বেলুন উড়তে দেখা যায়। পরে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান যে, এটিকে চীনা 'গুপ্তচর বেলুন' হিসেবে সন্দেহ করছেন তারা।

এরপর চীনও যুক্তরাষ্ট্রের আকাশে উড়ন্ত কথিত 'গুপ্তচর বেলুন' সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে। চীন বলছে, এটি আসলে 'গুপ্তচর বেলুন' নয়, এটি একটি 'বেসামরিক উড়ন্তযান', যা তার নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বেলুন মূলত 'আবহাওয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে' ব্যবহৃত হচ্ছিল।

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় এই বেলুনের 'অনিচ্ছাকৃত প্রবেশের' জন্য চীন অনুতপ্ত বলেও বিবৃতিতে জানানো হয়েছে।  

এদিকে, যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন 'গুপ্তচর বেলুন' উড়ানোর প্রতিক্রিয়ায় আসন্ন চীন সফর স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

সিএনএন জানায়, এ ঘটনা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা একটি উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছানোর বার্তা দিচ্ছে।

 

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

17h ago