যুক্তরাষ্ট্রের আকাশে ‘গুপ্তচর বেলুন’ সম্পর্কে যা জানাল চীন

মার্কিন আকাশে চীনের 'গুপ্তচর বেলুন'। ছবি: রয়টার্স
মার্কিন আকাশে চীনের 'গুপ্তচর বেলুন'। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের আকাশে উড়ন্ত কথিত 'গুপ্তচর বেলুন' সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে চীন। চীন বলছে, এটি আসলে 'গুপ্তচর বেলুন' নয়, এটি একটি 'বেসামরিক উড়ন্তযান', যা তার নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়েছে।

বিবিসি জানায়, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ধারণা করেছিলেন, এটি 'অতি উচ্চতায় উড়ন্ত কোনো নজরদারি যন্ত্র'। সম্প্রতি এই বেলুন দেশটির স্পর্শকাতর স্থাপনার ওপর দিয়ে উড়তে দেখা গেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বেলুন মূলত 'আবহাওয়া সংক্রান্ত' উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল।

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় এই বেলুনের 'অনিচ্ছাকৃত প্রবেশের' জন্য চীন অনুতপ্ত বলেও বিবৃতিতে জানানো হয়েছে।  

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বুধবার মন্টানার বিলিংস শহরের আকাশে দেখা যাওয়ার আগে এটি আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জ ও কানাডার মধ্য দিয়ে উড়ে এসেছে।

মন্টানা যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কম জনবহুল একটি রাজ্য। এখানকার মালমস্ট্রম বিমান ঘাঁটিতে দেশের মোট ৩টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ক্ষেত্রের একটি অবস্থিত।

উড়ন্ত ধ্বংসাবশেষ মাটিতে থাকা মানুষের জন্য কতটা হুমকির হতে পারে তা চিন্তা করেই এই বেলুনের বিরুদ্ধে 'সামরিক কোনো ব্যবস্থা' না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।

 

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

12m ago