‘গুপ্তচর বেলুন’ উড়ানোর প্রতিক্রিয়ায় ব্লিঙ্কেনের চীন সফর স্থগিত
যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন 'গুপ্তচর বেলুন' উড়ানোর প্রতিক্রিয়ায় আসন্ন চীন সফর স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
২ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিএনএন জানায়, এ ঘটনা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা একটি উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছানোর বার্তা দিচ্ছে।
যদিও যুক্তরাষ্ট্রের আকাশে উড়ন্ত কথিত 'গুপ্তচর বেলুন' সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে চীন। চীন বলছে, এটি আসলে 'গুপ্তচর বেলুন' নয়, এটি একটি 'বেসামরিক উড়ন্তযান', যা তার নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বেলুন মূলত 'আবহাওয়া সংক্রান্ত' উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল।
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় এই বেলুনের 'অনিচ্ছাকৃত প্রবেশের' জন্য চীন অনুতপ্ত বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীন সফরের যাওয়ার কথা ছিল।
প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এটি প্রথমবারের মতো মার্কিন কোনো মন্ত্রীর চীন সফর ছিল।
Comments