বন্যায় ভেসে গেছে পুকুরের মাছ, কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত ২ হাজার চাষি

বন্যায় মিঠামইন উপজেলায় পুকুরের মাছ ভেসে গেছে। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে এবারের বন্যায় ১২০০ পুকুরের প্রায় ১৫ কোটি টাকার মাছ ভেসে গেছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন জেলার প্রায় ২ হাজারের বেশি মাছচাষি।

আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রিপন কুমার পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

ভেসে যাওয়া মাছের মধ্যে শিং, পাবদা, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ আছে বলে জানান তিনি।

মৎস্য কর্মকর্তা রিপন কুমার জানান, বন্যায় কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে ১১টি উপজেলার মাছের খামারিদের ক্ষয়ক্ষতি হয়েছে। বানের পানির ঢেউয়ে ভেঙে গেছে মাছের খামারের সব অবকাঠামো।

এর মধ্যে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, তাড়াইল, করিমগঞ্জ, বাজিতপুর, ভৈরব, কটিয়াদী, সদর উপজেলাসহ ১০টি উপজেলার মাছের খামারিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তিনি।

কর্মকর্তারা করিমগঞ্জ, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, তাড়াইলসহ বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলে উপজেলা কমিটির মাধ্যমে চাষিদের পুনর্বাসন করা হবে।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago