হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত সপ্তাহান্তে ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে প্রাণঘাতি হামলার জন্য ফুয়াদকে দায় দেয়। এই হামলায় ১০ থেকে ২০ বছর বয়সী ১২ জন শিশু ও কিশোর নিহত হয়েছে।
ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর কমান্ডার ফোয়াদ শোকর। ছবি: এক্স থেকে সংগৃহীত
ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর কমান্ডার ফোয়াদ শোকর। ছবি: এক্স থেকে সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার দিনের শেষভাগে ঘোষনা দেয়, তারা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা করেছে। হিজবুল্লাহ তার মৃত্যু নিশ্চিত না করলেও জানিয়েছে, বৈরুতের যে ভবনে ইসরায়েল হামলা চালিয়েছে, সেখানে ফুয়াদ অবস্থান করছিলেন।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত সপ্তাহান্তে ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে প্রাণঘাতি হামলার জন্য ফুয়াদকে দায় দেয়। এই হামলায় ১০ থেকে ২০ বছর বয়সী ১২ জন শিশু ও কিশোর নিহত হয়েছে।

হিজবুল্লাহ আজ সকালে জানিয়েছে, গতকাল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীর এক ভবনে বিমানহামলা চালায় ইসরায়েল। তখন এ ভবনেই অবস্থান করছিলেন ফুয়াদ শোকর। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কী না, তা নিশ্চিত করেনি হিজবুল্লাহ।

ইতোমধ্যে গোলান মালভূমির হামলার সঙ্গে সম্পৃক্ততার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ।

বৈরুতে ইসরায়েলি বিমানহামলায় নিহত হয়েছেন শীর্ষ কমান্ডার শোকর। ছবি: রয়টার্স
বৈরুতে ইসরায়েলি বিমানহামলায় নিহত হয়েছেন শীর্ষ কমান্ডার শোকর। ছবি: রয়টার্স

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, 'শোকরের হাতে অনেক ইসরায়েলির রক্ত রয়েছে। আজ রাতে আমরা দেখিয়েছি, আমাদের জনগণের রক্তের দাম আছে এবং কোনো অবস্থানই আমাদের বাহিনীর আওতার বাইরে নয়।'

এ অঞ্চলের অপর একটি দেশের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে নিশ্চিত করেছেন, হামলায় গুরুতর আঘাত পেয়ে নিহত হয়েছেন শোকর।

ফুয়াদ শোকরের বয়স ৬০ বছরের বেশি হবে বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ১৯৮৩ সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের ব্যারাকে বোমা হামলার মূল পরিকল্পনা তিনিই করেছিলেন। ওই ঘটনায় ২৪১ মার্কিন সেনা নিহত হন। তাকে ধরিয়ে দিতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়, বৈরুতের দক্ষিণ শহরতলীতে একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল। এই ভবনটি হিজবুল্লাহর অন্যতম ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছিল। হামলায় 'বেশ কয়েকজন নাগরিক' হতাহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, ফুয়াদ শোকর সে সময় উল্লেখিত ভবনে উপস্থিত ছিলেন। তবে ফুয়াদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য জানতে সংগঠনটি এখনো অপেক্ষা করছে।

আজ সকালে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দক্ষিণের দাহিয়া শহরতলীতে অবস্থিত এই ভবনে পৌঁছায়। সেখানে তারা ধ্বংসস্তুপ পরিষ্কার করছিল বলে জানিয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিক।

হিজবুল্লাহ ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বেষ্টনি বসালেও সীমিত আকারে সাংবাদিকদের ছবি তুলতে ও ভিডিও করার অনুমতি দেয়।

বৈরুতের দক্ষিণে ইসরায়েলের বিমানহামলায় হামাস-ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে আরও বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

এদিকে ইরানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে।

ফুয়াদ শোকরের জন্য পুরষ্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স
ফুয়াদ শোকরের জন্য পুরষ্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স

সব মিলিয়ে, চলমান মধ্যপ্রাচ্য সংকট নিরসনের কোনো সম্ভাবনাই দেখছেন না বিশ্লেষকরা।

হামলায় বহুতল ভবনের উপরের অংশটি ক্ষতির শিকার হয়। এ সময় আশেপাশের কিছু ভবন ও সড়কে ভাঙা পাথর ও অন্যান্য নির্মাণসামগ্রী ধসে পড়ে।

মঙ্গলবার চিকিৎসা ও নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, ইসরায়েলি হামলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছে।

হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ'র উপদেষ্টা ছিলেন নিহত ফুয়াদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে হিজবুল্লাহ-ইসরায়েলের গত ১০ মাসের সংঘাতে প্রাণ হারিয়েছেন অসংখ্য হিজবুল্লাহ সদস্য। তবে নিহতদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক সদস্য ফুয়াদ।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এতে এক হাজার ১৩৯ জন নিহত হন। জিম্মি হন প্রায় ২৫০ জন।

এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজায় নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান এই হামলায় ৩৯ হাজার ৩৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত ৯০ হাজার ৯২৩।

হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়ে চলছে, যা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে।

Comments