ইরানে হামলায় হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইসমাইল হানিয়া। ছবি: এএফপি

ইরানে এক হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

হামাস জানিয়েছে, রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় তিনি নিহত হয়েছেন।

আজ বুধবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে হামাস বলেছে, তেহরানে জায়নবাদীদের হামলায় নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। ইরানের নতুন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও ইসমাইল হানিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, এই হামলায় ইসমাইল হানিয়ার দেহরক্ষীদের একজনও নিহত হয়েছেন।

এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, 'হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার তেহরানের বাসভবনে হামলা চালানো হয় এবং এতে তিনি ও তার এক দেহরক্ষী নিহত হন।'

এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান ইসমাইল হানিয়া।

হানিয়ার মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি আর্মি। তা ছাড়া, হামলার বিস্তারিত তথ্যও এখনো জানা যায়নি।

Comments