ডিমের মূল্যবৃদ্ধি: ঢাকার বাজারগুলোয় অভিযান চালাচ্ছে র‌্যাব

ডিমের মূল্যবৃদ্ধি
র‌্যাবের অভিযান। ছবি: সংগৃহীত

ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সকাল থেকে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় এ অভিযান চালানো শুরু হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে গত ১২ আগস্ট ডিমের দামবৃদ্ধি নিয়ন্ত্রণে কাপ্তান বাজারে অভিযান চালানো হয়। ওই দিন ৩ ডিম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গত কয়েক দিনে ডিমের দাম দ্রুত বেড়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল বলেছেন, প্রয়োজনে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে।

গত সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা জীবনযাত্রায় ব্যয় মেটাতে হিমশিম খাওয়ার মানুষের ওপর আরও চাপ সৃষ্টি করেছে।

গতকাল ঢাকার খুচরা বিক্রেতারা ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি করেছেন ১৬০ থেকে ১৭০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ১২৫ টাকা।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago