নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, ৬ জনকে কারাদণ্ড

মানিকগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে ছয় জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিণাঘাটে আটকের পর তাদের কারাদণ্ড দেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের হাসু (২৩), শেখ সজিব (২২), সফি (২৮), আলামিন (৩০), নাইম (২৪) এবং শেখ তারাবালি (২৫)।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা, কেনা, বেচা, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ। গতকাল বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার লেছড়াগঞ্জ ও সুতালড়ি ইউনিয়নের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। পরে ইলিশ মাছ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ছয় জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

2h ago