ক্যাম্প ছেড়ে কক্সবাজারে ঘুরতে গিয়ে ৮০ রোহিঙ্গা আটক

টেকনাফে অপহরণ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ক্যাম্প ছেড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া ৮০ রোহিঙ্গাকে আটক করেছে জেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার তাদের আটক করা হয়।

পরবর্তীতে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

একইসঙ্গে তাদের বহন করে আনা চারটি বাস জব্দ করা হয় এবং ওই বাসের চালক ও সহকারীদেরও আটক করা হয়।

গতকাল বিকেলে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাদের আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

কক্সবাজার জেলা প্রশাসনের ট্যুরিজম সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, ওইসব রোহিঙ্গারা ক্যাম্প থেকে চারটি বাসে করে কক্সবাজারে এসেছে—এমন তথ্য পেয়ে ৮০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গারা যাতে বাইরে আসতে না পারে, সেজন্য জেলা প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। ক্যাম্প ইনচার্জের সঙ্গে কথা বলে আটককৃতদের কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

মাসুদ রানা জানান, চার বাস মালিককে ডেকে প্রতিটি বাসের জন্য ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। রোহিঙ্গাদের অবৈধভাবে পরিবহনে সহায়তা করলে রোড পারমিট ও ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে বলে বন্ডে লেখা হয়েছে।

পরে চালক ও তাদের সহকারীদের ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে উখিয়ার ১৫, ১ ও ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা কক্সবাজার শহরে অনুপ্রবেশ করেছে।

Comments

The Daily Star  | English

How will cops file 'video cases' for over-speeding?

Police will file cases matching the number plates of the vehicles with BRTA database

2h ago