শঙ্খপাড়ের সতেজ সবজি

ছবি: রাজিব রায়হান/স্টার

প্রতি শীত মৌসুমে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শঙ্খ নদীর পাড়ঘেঁষা কৃষিজমিগুলো তাজা শীতের সবজিতে ভরে যায়। রঙিন সবজির দিকে তাকালেই জুড়িয়ে যায় চোখ।

ছবি: রাজিব রায়হান/স্টার

কৃষকরা সবজি সংগ্রহ করে নদী পার হয়ে পাইকারি দোহাজারী বাজারে বিক্রি করেন। সেখান থেকে বন্দর নগরীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাজারগুলোতে পাঠানো হয় এগুলো।

ছবি: রাজিব রায়হান/স্টার

বাঙালির খাবারে যেমন বৈচিত্র্যের অভাব নেই, তেমনি সবজিরও আছে নানা ধরন। শিম, ফুলকপি, টমেটো, বেগুন, মুলা, লাউ, শালগম, ধনেপাতা- এর সবকিছুই ফলে শঙ্খপাড়ের জমিতে।

ছবি: রাজিব রায়হান/স্টার

খেত থেকে উঠে এসে এসব বাজারেই বাহারি শীতের সবজি তার মোহনীয় রূপ পুরোটাই মেলে ধরে।

ছবি: রাজিব রায়হান/স্টার

সম্প্রতি ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী রাজিব রায়হান

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

11h ago