টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার প্রভাব পড়ছে পাকিস্তানের নির্বাচক কমিটিতে। ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে তাদের পদ থেকে বরখাস্ত করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
জাসপ্রিত বুমরাহর উপর যতটি বাউন্ডারির মার পড়েছে, তার থেকে বেশি উইকেট আদায় করে নিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় বিপুল অঙ্কের অর্থ পুরস্কারে ভরে উঠছে ভারতীয় ক্রিকেটারদের একাউন্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেই ফাইনালের পর পিচের মাটিই মুখে দিতে দেখা যায় রোহিতকে। এমনটা করার কারণ এবার জানালেন ভারতের অধিনায়ক।
জাসপ্রিত বুমরাহ গত কয়েক বছরে যেভাবে বোলিং করে যাচ্ছেন, তাকে বোলারদের মধ্যে আলাদা অবস্থানেই রাখা হয়।
তারা ভারতের মাটিতে পা রাখবে আগামীকাল ভোরে। এরপর ব্যস্ত একটি দিন পার করবে দলটি।
আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচে রান তাড়ার ধরন নিয়ে নাজমুল হোসেন শান্ত ওরকম কথা কেন বলেছিলেন, সেই ব্যাপারে তার সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি বিসিবি সভাপতির।
ওই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে অভিজ্ঞ এই ক্রিকেটার তুলে ধরেন সেদিনের প্রায় পুরো পরিস্থিতি। তাতে ইঙ্গিত মেলে, ভারতের বিপক্ষে পেসার তাসকিনকে একাদশ থেকে বাদ দিতে একরকম বাধ্য হয়েছিল টিম ম্যানেজমেন্ট।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নোস ভেল মাঠে গ্রুপ 'ডি'র ম্যাচে লড়ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এই ম্যাচে যে জিতবে সেই দলই সুপার এইটের দৌঁড়ে এগিয়ে যাবে।
আধুনিক ক্রিকেটে গোপন বলতে কিছুই নেই। অ্যানালিষ্টদের সহায়তায় এখন প্রত্যেকেরই শক্তি-দুর্বলতা সব দলের জানা। তবে একজন কোচের চেয়ে ভালো জানাশোনা আর কার থাকতে পারে!
ম্যাচসেরা রাদারফোর্ড খেলেন ৬৮ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস। ৩৯ বল মোকাবিলায় তিনি দুটি চারের সঙ্গে মারেন ছয়টি ছক্কা।
কোহলি তেতো অভিজ্ঞতার দিনে রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে রেকর্ড বইতে নাম লেখান তরুণ পেসার আর্শদীপ সিং।
আইসিসি ‘স্টপ ক্লক’ নিয়ম চালু করার পর এই প্রথম কোনো দলের পেনাল্টিতে ৫ রান মিলেছে।
যুক্তরাষ্ট্রকে হারিয়ে পাকিস্তানের আশাও জিইয়ে রাখল ভারত
অস্ট্রেলিয়ার হাতে সুযোগ আছে ইংলিশদের বিদায়ের পথ পরিষ্কার করে দেওয়ার
এছাড়া ছাঁটাই হতে পারেন সিনিয়র টিম ম্যানেজার ও নির্বাচক কমিটির সদস্য ওয়াহাব রিয়াজ
প্রায় এক যুগ পর টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পাঁচে নেমে এলেন সাকিব