টিউলিপকে নিয়ে ইলন মাস্কের পোস্ট
যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপ সিদ্দিকের পদত্যাগ নিয়ে এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা। ট্রাম্প তাকে তার দেশের সরকারি ব্যয় কমিয়ে কর্মীদের দক্ষতা বাড়ানোর বিশেষ দায়িত্ব দিয়ছেন।
গতকাল বুধবার টিউলিপের পদত্যাগ নিয়ে মারিও নওফল নামের একজন 'এক্স' ব্যবহারকারীর একটি পোস্ট শেয়ার করেন ইলন মাস্ক। এর সঙ্গে ইলন মাস্ক লেখেন, 'লেবার সরকারের শিশুকল্যাণমন্ত্রী নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত।'
The Labour minister for child welfare shields the predators and their anti-corruption minister is corrupt https://t.co/7MvGzU7qtn
— Elon Musk (@elonmusk) January 15, 2025
গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন তিনি।
লন্ডনে আওয়ামী লীগের মিত্রদের থেকে টিউলিপ ও তার বোনের বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার ব্যাপারে সম্প্রতি যুক্তরাজ্যের গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তদন্তের মুখে গত মঙ্গলবার দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
Comments