শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দেশে ফেরাতে দুদকের কার্যক্রম শুরু

ভারতের আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, 'আমাদের যে প্রক্রিয়া সেটি হলো—আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দেবো, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে চিঠি পাঠাবে।'
'সেই দূতাবাস বা হাইকমিশন তাদের দেশের বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনে চিঠি পাঠাবে। এটাই বিদেশে থাকা আসামিদের ফেরত আনার প্রক্রিয়া,' বলেন তিনি।
তিনি বলেন, 'বিদেশে অবস্থানরত অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে এই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে।'
শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
দুদক এর আগে জানিয়েছিল, আদালতের নির্দেশ অনুযায়ী তারা হাজির না হলে, পলাতক বলে গণ্য হবেন।
শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিষয়ে জানতে চাইলে দুদক কমিশনার বলেন, 'আমরা টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবে মামলা করেছি। সব চিঠি তার বাংলাদেশের ঠিকানায় পাঠানো হয়েছে। সরকার তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।'
তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সম্ভাবনা সম্পর্কে হাফিজ আহসান ফরিদ বলেন, 'এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।'
Comments