টিউলিপের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে ব্যাংকগুলোর কাছে বিএফআইইউর চিঠি
যুক্তরাজ্যের মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
টিউলিপ, তার ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও মা শেখ রেহানার অ্যাকাউন্টের তথ্য চেয়ে আজ মঙ্গলবার দেশের সবগুলো ব্যাংককে চিঠি দিয়েছে বিএফআইইউ।
এর আগে, বিএফআইইউ শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ ও মেয়ে সায়মা ওয়াজেদের ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য চেয়েছিল।
চিঠিতে তাদের লেনদেনের রেকর্ড, অ্যাকাউন্ট খোলার ফর্ম এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ সব ধরনের তথ্য দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে।
Comments