বিনিময় হার কমায় করপোরেট দায় বেড়েছে ১ লাখ কোটি টাকা: আহসান এইচ মনসুর

বিনিময় হার, করপোরেট দায়, আহসান এইচ মনসুর,
আহসান এইচ মনসুর। ফাইল ছবি

পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন, হঠাৎ করে বিনিময় হার ৪৫ শতাংশের মতো কমে যাওয়ায় করপোরেট খাতের দায় প্রায় ১ লাখ কোটি টাকা বেড়েছে।

আজ বৃহস্পতিবার এই অর্থনীতিবিদ বিআইডিএস সম্মেলনের একটি অধিবেশনে তিনি বলেন, বিনিময় হারের এই ধাক্কায় কোম্পানিগুলো অতিরিক্ত প্রভিশন নিতে বাধ্য হয়েছে এবং করপোরেট খাতের মুনাফা কমেছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) রাজধানীর লেকশোর হোটেলে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

আহসান এইচ মনসুর বলেন, বেসরকারি খাত বৈদেশিক ঋণে আগ্রহ হারিয়ে ফেলায় বিদেশি মুদ্রার আন্তঃপ্রবাহ কমেছে এবং বাহ্যিক পেমেন্টের চাপ রেড়েছে। এতে রিজার্ভ কমেছে ও দায় পরিশোধে চাপ তৈরি হয়েছে।

'প্রাথমিকভাবে আমদানি সংকোচনের মাধ্যমে চলতি হিসাবের উন্নতি হলেও তা রিজার্ভের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি,' বলেন তিনি।

এই অর্থনীতিবিদ আরও বলেন, 'এছাড়া ১২ বিলিয়ন ডলারের স্বল্পমেয়াদি ঋণ বাংলাদেশের ওপর ঝুলছে।'

Comments

The Daily Star  | English

Al Bakhera killings: Water transport workers call for indefinite strike

Bangladesh Water Transport Workers Federation rejects ‘sole killer’ claim, demands arrest of real culprits, safety of all workers

39m ago