আবার কমলো টাকার মান, ১ ডলার এখন ৮৯.৯০ টাকা

ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। প্রতি মার্কিন ডলারের বিনিময় হার এখন ৮৯ টাকা ৯০ পয়সা।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সকালে কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর ডলারের দামে এ পরিবর্তন এলো।

গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান আমদানির মূল্য পরিশোধের কারণে তীব্র চাপের মুখে পড়েছে টাকা।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরেই ৮ বার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করেছে।

ইন্টারব্যাংক রেট গত ২৯ মে প্রতি ডলার ছিল ৮৯ টাকা, গত বছরের ৩০ ডিসেম্বর ছিল ৮৫ টাকা ৮০ পয়সা এবং ২ জুন ছিল ৮৪ টাকা ৮০ পয়সা।

Comments