ইমরান খানকে গ্রেপ্তারে আদালতের নিষেধাজ্ঞা বাড়ল ৩১ মে পর্যন্ত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ৯ মে'র পর দায়েরকৃত কোনো মামলায় তাকে গ্রেপ্তারে আদালতের নিষেধাজ্ঞা আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ বুধবার ইসলামাবাদ হাইকোর্ট এ আদেশ দিয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে।
এর আগে, গত ১২ মে এক আদেশে ইমরানকে গ্রেপ্তারে ১৭ মে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।
সেদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ২ সপ্তাহের জামিনের আদেশ দিয়েছিল।
ওই মামলায় ৯ মে আদালতে হাজিরা দিতে গেলে, ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স। পরে তাকে ৮ দিনের রিমান্ডেও পাঠায় আদালত।
এ ঘটনার পর ১২ মে প্রধান বিচারপতির আদেশে তাকে সুপ্রিম কোর্টে হাজির করা হয়। সুপ্রিম কোর্ট ইমরানকে গ্রেপ্তার 'অবৈধ ও বেআইনি' বলে ঘোষণা করে।
আজ আদালতে ইমরানের আইনজীবী ব্যারিস্টার গওহর তার পক্ষে শুনানি করেন।
মামলার শুনানি করেন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব।
শুনানিতে পিটিআই প্রধান ইমরানের বিরুদ্ধে দায়ের করা মামলার তথ্য দিতে সরকারের আইনজীবী আরও সময় চান।
আদালত আবেদন মঞ্জুর করে ৩১ মে পর্যন্ত শুনানি মুলতবি করেন।
Comments