ইমরান খান ৮ দিনের রিমান্ডে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, পিটিআই, ইমরান খান, পাকিস্তান,
ইমরান খান। রয়টার্স ফাইল ফটো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত।

আজ বুধবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন অ্যাকাউন্টেবিলিটি আদালত।

গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। আল কাদির ট্রাস্ট মামলায় তিনি ওই আদালতে শুনানির জন্য উপস্থিত ছিলেন।

আজ আদালতে এ মামলার শুনানির শুরুতে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ইমরানের ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

এছাড়াও, আজ একটি দায়রা আদালত তোশাখানা মামলায় ইমরান খানকে অভিযুক্ত করেছে। উভয় শুনানি ইসলামাবাদ পুলিশ লাইনে হয়। মঙ্গলবার তাকে সেখানে নেওয়ার পর কঠোর নিরাপত্তার মধ্যে 'এককালীন ব্যবস্থা' হিসেবে সেটিকে আদালতের মর্যাদা দেওয়া হয়।

আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে ইমরানের আইনজীবী খাজা হারিস রিমান্ড আবেদনের বিরোধিতা করে বলেন, 'মামলাটি অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর আওতায় পড়ে না। ব্যুরো তাদের তদন্ত প্রতিবেদনও প্রকাশ করেনি।'

খোলা আদালতে শুনানির আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আল-কাদির ট্রাস্টের জমিতে একটি ভবন নির্মাণ করা হয়েছে। সেখানে মানুষ বিনামূল্যে শিক্ষা গ্রহণ করে।'

এদিকে এনএবি প্রসিকিউটর আদালতকে বলেন, ইমরানকে গ্রেপ্তারের সময় গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়েছে। 

ইমরানের আইনজীবীকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

 

Comments

The Daily Star  | English

'Our task is to tell the truth in transparent, compelling way'

Says CA’s press secretary on Trump’s comment on Bangladesh

3h ago