দুর্নীতি মামলায় ইমরান খানের ১৪ ও স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

ইমরান খান ও বুশরা বিবি। ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ ও তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

অর্থ ও জমি ঘুষ নেওয়ার অভিযোগে আল-কাদির ট্রাস্ট মামলায় আজ শুক্রবার পাকিস্তানের দুর্নীতিবিরোধী আদালত এ রায় দিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

৭২ বছর বয়সী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা হয়েছে। 

তবে তার দলের অভিযোগ, রাজনীতি থেকে সরে আসার জন্য চাপ দিতেই ইমরানকে সাজা দেওয়া হয়েছে।

রায়ের পর আদালত কক্ষে সাংবাদিকদের ইমরান খান বলেন, 'আমি আপস করব না বা মুক্তিও চাই না।'

২০২৩ সালে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তারের পর ইসলামাবাদ পুলিশ জানিয়েছিল, এ মামলার অভিযোগ হলো পিটিআই প্রধান ও তার স্ত্রী একটি রিয়েল এস্টেট ফার্মের কাছ থেকে কয়েক বিলিয়ন রুপি এবং জমি নিয়েছিলেন।

আজ আদালতের বিচারক নাসির জাভেদ রানা রায়ে বলেন, প্রসিকিউশন অপরাধ প্রমাণ করেছে। ইমরান খানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ইমরানকে ১৪ বছরের এবং তার স্ত্রী বিবি বুশরাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হলো।

বিবি বুশরা সম্প্রতি জামিনে মুক্ত হয়েছিলেন। আদালত দোষী সাব্যস্ত করার পরই তাকে গ্রেপ্তার করা হয় বলে তার মুখপাত্র মাশাল ইউসুফজাই জানিয়েছেন।

ইমরানের দল পিটিআই আদালতের রায়কে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে।

ইমরানের দাবি, তার বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসতে বাধা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছিল।

গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত তাকে চারবার দোষী সাব্যস্ত করা হয়েছে। দুটি রায় বাতিল হয়েছে এবং অপর দুটি মামলার সাজা স্থগিত করা হয়েছে।

আল-কাদির ট্রাস্ট মামলা ইমরানের বিরুদ্ধে চলমান দীর্ঘতম মামলা।

Comments

The Daily Star  | English

Touhid, Jaishankar for working on bilateral challenges

Border-related issues to be discussed, resolved during BGB-BSF talks in Delhi

4h ago