খেলাপি ঋণ ২৭ মাসের মধ্যে সর্বোচ্চ

bangladesh bank logo

ব্যাংকিং খাতের খেলাপি ঋণ চলতি বছরের প্রথম তিন মাসে আগের তিন মাসের তুলনায় ১০ হাজার ১৬৭ কোটি টাকা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এই বছরের মার্চ পর্যন্ত খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১১৩, ৪৪১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৩০ শতাংশ এবং তিন মাস আগের তুলনায় ৯ দশমিক ৮৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, ঋণ পরিশোধে সক্ষম হওয়া সত্ত্বেও কিছু ব্যবসায়ী খেলাপি হয়েছেন, এছাড়া নীতিগত কিছু ছাড় দেওয়ার কারণেও বছরের প্রথম প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে।

Comments