মিথ্যা পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. আবদুল ওয়ারেস আনসারী জানতেন না তার পরিচয় ও তথ্য ব্যবহার করে 'ওয়ারেস আনসারী' সেজে কেউ বাংলাদেশ ব্যাংকে চাকরি করছেন!

ভুয়া পরিচয়ে কেন্দ্রীয় ব্যাংকের রাজশাহী আঞ্চলিক অফিসে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত আনসারী ধরা পড়লেন এক যুগ পর।

প্রায় ১২ বছর পর গত মঙ্গলবার ভুয়া আনসারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি ২০১৩ সালের ২২ জুলাই সহকারী পরিচালক (সাধারণ) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়েছিলেন।

তাকে চাকরিতে যোগ দিতে সহায়তা করেছিলেন তার চাচা মো. শাহজাহান মিয়া। সে সময় তিনি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ছিলেন।

তদন্তে উঠে এসেছে, শাহজাহান মিয়া সে সময় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিভাগের উপপরিচালক ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহজাহান মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জের এডিসি আবদুল ওয়ারেস আনসারী সম্প্রতি এই প্রতারণার বিষয়টি জানতে পেরেছেন।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমি ২০১৩ সালে ৩১তম বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হই। পরে আমি সিভিল সার্ভিসে যোগ দেই।'

'আমি জানতাম না যে, আমার পরিচয়ে কেউ বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে,' বলেন তিনি।

ভুয়া আনসারী গত ২৭ মে পর্যন্ত চাকরি করেছেন। ওই দিন তাকে চাকরিচ্যুত করা হয়।

ডেইলি স্টারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, তবে প্রতিবারই তার ফোন বন্ধ পাওয়া যায়।

শাহজাহান মিয়া ফোনে ডেইলি স্টারকে বলেন, 'আমি আজ অফিসে যাইনি। সাময়িক বরখাস্তের বিষয়ে আমি কিছু জানি না।'

এরপর তিনি ফোন রেখে দেন।

Comments

The Daily Star  | English

Jamaat rally commences at Suhrawardy Udyan

Supporters continued to arrive at the venue in processions, chanting slogans and carrying banners in support of the demands

56m ago