নতুন মন্ত্রিসভায় রাজাপাকসে পরিবারের কেউ থাকবেন না: গোতাবায়া
চলতি সপ্তাহেই শ্রীলঙ্কায় নয়া প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। সেই মন্ত্রিসভায় রাজাপাকসে পরিবারের কেউ থাকবেন না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
গতকাল বুধবার শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট গোতাবায়া বলেন, যিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পাবেন ও যার ওপর জনগণের আস্থা আছে, তাকে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
জাতির উদ্দেশে এক ভাষণে গোতাবায়া জানান, পার্লামেন্টের হাতে আরও ক্ষমতা দিতে তিনি সংবিধান সংশোধনের উদ্যোগও নেবেন।
শ্রীলঙ্কায় রাজনৈতিক স্থিতিশীলতা আনতে তিনি দেশটির সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করবেন বলেও জানান।
তিনি বলেন, 'নতুন মন্ত্রিসভায় তরুণ এমপিদের নেওয়া হবে। সেখানে সাবেক মন্ত্রী ও রাজাপাকসে পরিবারের কেউ থাকবেন না।'
প্রেসিডেন্ট গোতাবায়া বিক্ষোভকারীদের ওপর হামলার তীব্র নিন্দাও করেন।
Comments