শ্রীলঙ্কায় সেনা পাঠানোর গুঞ্জন ভিত্তিহীন: ভারতীয় হাইকমিশন
অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় কাবু দ্বীপদেশ শ্রীলঙ্কায় ভারত সেনা পাঠাতে পারে—এমন গুঞ্জনকে 'ভিত্তিহীন' বলে মন্তব্য করেছে কলম্বোয় ভারতীয় হাইকমিশন।
আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন মতে, হাইকমিশনের টুইটারে বলা হয়েছে—'শ্রীলঙ্কায় ভারতীয় সেনা পাঠানোর বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে হাইকমিশন তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। এ ধরনের সংবাদ ভারত সরকারের অবস্থানের সঙ্গে যায় না।'
অপর এক টুইটে বলা হয়, 'ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল পরিষ্কার করে বলেছেন যে শ্রীলঙ্কার গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতি ভারত পুরোপুরি সমর্থন জানায়।'
গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, 'ভারত সব সময় শ্রীলঙ্কার জনগণের স্বার্থকে প্রাধান্য দেবে।'
শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবারের সদস্যরা ভারতে পালিয়ে গেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন গতকাল খারিজ করেছিল ভারতীয় হাইকমিশন।
সংবাদ প্রতিবেদনে বলা হয়, গত সোমবার পদত্যাগের পর মাহিন্দা রাজাপাকসে কোথায় আছেন তা নিয়েও জল্পনা-কল্পনা চলছে।
Comments