সুপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে চীনা গুপ্তচর বেলুন ভূপাতিত

বেলুনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরের মুহূর্তের ছবি। ছবি: রয়টার্স
বেলুনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরের মুহূর্তের ছবি। ছবি: রয়টার্স

অবশেষে সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুনটিকে একটি মার্কিন জঙ্গি বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করেছে। সাউথ ক্যারোলাইনার উপকূল ঘেঁষে উড়ে যাওয়ার সময় বেলুনটিকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। 

গতকাল শনিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রায় এক সপ্তাহ আগে এই বেলুন মার্কিন আকাশসীমায় অনুপ্রবেশ করার পর চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে আরও অবনতি দেখা দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি বুধবার এই বেলুন ভূপাতিত করার নির্দেশ দিলেও তাকে তার সামরিক উপদেষ্টারা বেলুনের ধ্বংসাবশেষের আঘাতে জানমালের ক্ষতির আশঙ্কায় অপেক্ষা করার পরামর্শ দেন। গতকাল শনিবার বেলুনটি নিরাপদ অবস্থানে যাওয়ার পর (সমুদ্রের ওপর) একে ধ্বংস করা হয়।

বেলুনে জঙ্গি বিমান আঘাত হানার আগের মুহূর্ত। ছবি: রয়টার্স
বেলুনে জঙ্গি বিমান আঘাত হানার আগের মুহূর্ত। ছবি: রয়টার্স

এক জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা জানান, এই অভিযানে বেশ কিছু জঙ্গি বিমান ও জ্বালানি বহনকারী বিমান অংশ নিলেও একটি এফ-২২ বিমান স্থানীয় সময় দুপুর ২টা ৩৯ মিনিটে ১টি এআইএম-নাইন এক্স সুপারসনিক হিট সিকিং এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নির্ভুলভাবে আঘাত করে। এতে বেলুনটি ধ্বংস হয়ে এর ধ্বংসাবশেষ সমুদ্রে ছড়িয়ে পড়ে।

উড়োজাহাজটি ভার্জিনিয়ার ল্যাংলি বিমান ঘাঁটি থেকে এই অভিযানে অংশ নেয় বলেও জানান তিনি।

চীন এই বেলুনের ওপর সামরিক হামলার নিন্দা জানিয়েছে। তাদের দাবি, এটি আবহাওয়া গবেষণা ও অন্যান্য বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত হয়েছিল এবং বেলুনটি 'সম্পূর্ণ দুর্ঘটনাক্রমে' মার্কিন আকাশসীমায় ঢুকে পড়ে। তবে মার্কিন কর্মকর্তারা এ দাবি নাকচ করেছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'চীন, যুক্তরাষ্ট্রকে এ বিষয়টির মোকাবিলায় শান্ত, পেশাদার ও ধৈর্যশীল মনোভাব রক্ষা করার অনুরোধ করেছিল। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে সামরিক সক্ষমতা ব্যবহার করেছে'। 

দর্শনার্থীরা বেলুন ভূপাতিত হতে দেখছেন। ছবি: রয়টার্স
দর্শনার্থীরা বেলুন ভূপাতিত হতে দেখছেন। ছবি: রয়টার্স

মার্কিন কর্মকর্তারা জানান, বেলুনটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করার পর এর ধ্বংসাবশেষ আটলান্টিক সমুদ্র থেকে ৬ নটিক্যাল মাইল দূরে অপেক্ষাকৃত অগভীর পানিতে পড়েছে। ফলে আগামী কয়েক সপ্তাহে ঘটনাস্থল থেকে চীনের নজরদারি যন্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

অপর এক মার্কিন সামরিক কর্মকর্তা জানান, প্রায় ১১ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে এবং ইতোমধ্যে একাধিক মার্কিন সামরিক নৌযান সেখানে উপস্থিত আছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন 'গুপ্তচর বেলুন' উড়ানোর প্রতিক্রিয়ায় আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া চীন সফর স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

 

Comments

The Daily Star  | English
Religious leaders meet Prof Yunus

Leaders from religious groups in meeting with Prof Yunus

The meeting between the chief adviser and the religious groups was scheduled to start around 4:00pm

3h ago