ওয়াজের ওপর স্থানীয় প্রশাসনকে নজরদারির নির্দেশ সংসদীয় কমিটির

সংসদ ভবন
ফাইল ফটো

দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে যেন ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে নজরদারির নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে এ ধরনের কর্মসূচির ওপর নজর রাখতে বলেছে স্থায়ী কমিটি।

দেশে সাধারণত শীতকালেই বেশি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এর মধ্যেই সম্প্রতি সংসদীয় কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সংসদীয় কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওয়াজ-মাহফিলে বক্তারা মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে থাকেন। ওয়াজে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্যও দেওয়া হয়।'

'ডিসি ও ইউএনওরা ওয়াজ মাহফিলের অনুমতি দেন' উল্লেখ করে তিনি বলেন, 'অনুমতি দেওয়ার সময় তারা (ডিসি-ইউএনও) আয়োজকদের বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার বিষয়ে পরামর্শ দিতে পারেন।'

সংসদ সদস্য আশিকুর রহমান বলেন, 'ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় মানুষের ভেতর ধর্মীয় জ্ঞান ছড়ানোর জন্য, কাউকে ব্যক্তিগত আক্রমণের জন্য নয়।'

এর পাশাপাশি সাধারণ মানুষেরও এসব বিষয়ে সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি।

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

1h ago