ইসরায়েলের হামলায় ৪৭ মসজিদ ধ্বংস ও ৭ গির্জা ক্ষতিগ্রস্ত  

গাজার খান ইউনিসে ধ্বংস হয়ে যাওয়া মসজিদের ভেতরে এক হতাশ ফিলিস্তিনি মুসুল্লি। ছবি: রয়টার্স
গাজার খান ইউনিসে ধ্বংস হয়ে যাওয়া মসজিদের ভেতরে এক হতাশ ফিলিস্তিনি মুসুল্লি। ছবি: রয়টার্স

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার বিমানহামলায় ৪৭টি মসজিদ ধ্বংস হয়েছে ও ৭টি গির্জা ক্ষতির শিকার হয়েছে।

আজ সোমবার গাজা সরকারের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া একটি মসজিদ। ছবি: রয়টার্স
ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া একটি মসজিদ। ছবি: রয়টার্স

গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাস হামলা চালালে এক হাজার ৪০০ মানুষ মারা যান। তার পর থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইসরায়েল। 

গাজার গণমাধ্যম কার্যালয় আরও জানায়, এসব হামলায় ২০৩ স্কুল ও ৮০টি সরকারি কার্যালয় ধ্বংস হয়েছে।

গণমাধ্যম কার্যালয়ের পরিচালক সালামা মারুফ জানান, বড় আকারে বোমা হামলায় ২ লাখ ২০ হাজার বাড়ি ও ৩২ হাজার ভবন ধ্বংস হয়েছে।

এর আগে, একই কার্যালয় থেকে জানানো হয়, ইসরায়েলের সেনাবাহিনী একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র ও একটি স্কুলে বোমা হামলা চালানোর হামলা দেয়। এই দুই স্থাপনায় প্রায় দেড় হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার এই মসজিদটি বিধ্বস্ত হয়। ছবি: রয়টার্স
ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার এই মসজিদটি বিধ্বস্ত হয়। ছবি: রয়টার্স

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে আট হাজারেরও বেশি মানুষ মারা গেছেন, যার মধ্যে তিন হাজার শিশু ও দুই হাজারেরও বেশি নারী। অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন।

 

Comments