বাংলাদেশ

তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করেছে জলদস্যুরা: কেএসআরএম

‘আশা করছি আলোচনা শুরু হলে এই সমস্যার সমাধান হবে।’

সোমালিয়ান জলদস্যুরা জিম্মি করা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর মালিকানাধীন সংস্থা কেএসআরএমের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করেছে।

আজ বুধবার কেএসআরএম গ্রুপের মিডিয়া বিষয়ক উপদেষ্টা মিজানুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

দুপুর সোয়া ২টায় তিনি বলেন, কিছুক্ষণ আগেই জলদস্যুরা তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। যেহেতু আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি, তাই আশা করছি তাদের সঙ্গে আলোচনা শুরু হলে এই সমস্যার সমাধান হবে।

জলদস্যুরা মুক্তিপণের বিষয়ে কিছু জানিয়েছে কি না, জানতে চাইলে এই বিষয়ে এখন বিস্তারিত কিছু জানাতে চাননি মিজানুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Sohel Chowdhury murder: 3 get life term, 6 acquitted

A Dhaka tribunal today sentenced three people, including businessman Aziz Mohammad Bhai, to life imprisonment in the case filed over the murder of actor Sohel Chowdhury in 1998

1h ago