নোঙর তুলে সরিয়ে নেওয়া হচ্ছে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহকে

জলদস্যু কবলিত এমভি আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে সোমালিয়ার উপকূলে নোঙর করার একদিনের মাথায় সেটিকে অন্যত্র সরিয়ে নিচ্ছে দস্যুরা।

জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম আজ শুক্রবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আমরা বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে জাহাজটির নোঙর তুলে ফেলা হয়েছে এবং সেটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।'

তবে জাহাজটিকে কোনদিকে নেওয়া হচ্ছে বা এর বর্তমান অবস্থান জানাতে পারেননি তিনি।

গত মঙ্গলবার ভারত মহাসাগরে এমভি আব্দুল্লাহর নিয়ন্ত্রণ নিয়ে জাহাজের ২৩ ক্রুদের জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। গতকাল বৃহস্পতিবার জাহাজটিকে সোমালিয়ার গারাকাদ বন্দর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়।

আজ আবার জাহাজটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

মিজানুল ইসলাম বলেন, 'হয়ত ওই অবস্থানে জাহাজ নোঙর করাকে নিরাপদ মনে করছে না দস্যুরা। তাই হয়ত সরিয়ে নিচ্ছে।'

তিনি জানান, জাহাজের নাবিকরা বা জলদস্যুরা কেউই আজ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

ভারতীয় নৌবাহিনী আজ জানিয়েছে, জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তা করতে কাছাকাছি এলাকায় একটি ভারতীয় যুদ্ধজাহাজ ও একটি দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ অবস্থান করছে।

গতকাল ইউরোপীয় ইউনিয়ন জানায়, এমভি আব্দুল্লাহর ওপর নজর রাখতে ইইউ'র একটি জাহাজ মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

24m ago