এমভি আব্দুল্লাহ উদ্ধারে অভিযান নয়, আলোচনায় সমাধান চায় মালিকপক্ষ

এমভি আব্দুল্লাহ। ফাইল ছবি সংগৃহীত

জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধারে সোমালি পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী প্রস্তুতি নিচ্ছে। গতকাল মঙ্গলবার সোমালি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার পুন্টল্যান্ডের জলদস্যু অধ্যুষিত আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের পুলিশ বাহিনী জানায়, এমভি আবদুল্লাহকে জিম্মি করা জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে তারা প্রস্তুত রয়েছে।

এক বিবৃতিতে পুলিশ বাহিনী জানায়, আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের পরিকল্পনা করছে এমন তথ্য পেয়ে পুন্টল্যান্ডের পুলিশ বাহিনী প্রস্তুতি নিচ্ছে। 

তবে ভারতীয় নৌবাহিনী অভিযানের পরিকল্পনা করছে কি না, জানতে চাইলে তারা রয়টার্সকে কোনো মন্তব্য করেনি।  

গত রোববার পুন্টল্যান্ডের পুলিশ জানায়, এমভি আবদুল্লাহকে জিম্মি করা জলদস্যুদের কাছে মাদক সরবরাহের সময় একটি গাড়ি জব্দ করা হয়েছে।

অপরদিকে, এমভি আব্দুল্লাহর মালিকানাধীন এসআর শিপিংয়ের মূল সংস্থা কেএসআরএম-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাহাজটিতে অভিযান চালানোর তীব্র বিরোধিতা করেছেন।

গতকাল দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'ক্রুদের জীবন বিপন্ন হতে পারে, এমন কোনো সামরিক পদক্ষেপকে আমাদের কোম্পানি সমর্থন করে না।'

তিনি দাবি করেন যে, বাংলাদেশ সরকারও সংশ্লিষ্ট নৌবাহিনীকে জোরপূর্বক অভিযান না চালানোর জন্য জোরালো অনুরোধ জানিয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, 'আমরা আলোচনার মাধ্যমেই এ সংকট সমাধান করতে চাই।'

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

38m ago