চোখে পানি, মুখে হাসি—চট্টগ্রাম বন্দরের আজকের বিকেল

বাবাকে কাছে পাওয়ার অপেক্ষার অবসান হলো দুই মেয়ের। ছবি: রাজীব রায়হান

সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন। এর আগে বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় এমভি আব্দুল্লাহ জাহাজ থেকে নেমে তারা এমভি জাহান মণি-৩ লাইটার জাহাজে ওঠেন। আজ বিকেল ৪টার দিকে লাইটার জাহাজে তারা বন্দরে নামেন।

জিম্মিদশা থেকে মুক্ত হওয়ার পর নাবিকদের কাছে পেতে স্বজনদের এক মাসের অপেক্ষার অবসান হলো। কারও হাতে ছিল ফুল, কারও হাতে কেক। জাহাজ থেকে নামামাত্র নাবিকদের জড়িয়ে ধরেন তাদের আবেগাপ্লুত স্বজনরা।

বন্দরে নামছেন এমভি আবদুল্লাহ জাহাজের ক্যাপ্টেন আবদুর রশিদ। ছবি: রাজীব রায়হান
এমভি জাহান মণি-৩ থেকে একে একে নেমে আসছেন জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিক। ছবি: রাজীব রায়হান
নাবিক ছেলেকে জড়িয়ে ধরে এক মায়ের চোখে আনন্দ অশ্রু। ছবি: রাজীব রায়হান
ছেলে ফিরে এসেছে মায়ের বুকে; সেই উচ্ছ্বাস মা-ছেলের চোখে-মুখে। ছবি: রাজীব রায়হান
স্বজনদের কাছে ফেরার অপেক্ষার প্রহর শেষ হলো। ছবি: রাজীব রায়হান
এমভি আব্দুল্লাহর ২৩ নাবিককে বঙ্গোপসাগরের কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে লাইটার জাহাজ এমভি জাহান মণি-৩। ছবি: রাজীব রায়হান

 

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

23m ago